চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
সৈয়দ মাসফিকুল ইসলাম
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
১৯৮৫ সালের ২৮ শে আগস্ট কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় জন্মগ্রহন করেন। তিনি ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২০০০ সালে এসএসসি পাশ করেন। পরবর্তীতে ২০০২ সালে ঢাকা নটর ডেম কলেজ হতে এইচএসসি পাশ করেন। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৯ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে ৩য় বিজেএস পরীক্ষায় উর্ত্তীনের মাধ্যমে সহকারী জজ হিসেবে ঢাকা জেলা জজ আদালতে যোগদান করেন। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম, ঢাকা, যুগ্ম জেলা জজ হিসেবে রাজবাড়ী, সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রেষনে আইন মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ২৩/০৩/২০২০ খ্রিস্টাব্দ তারিখ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।